এই মহিলাকে চেনেন? ১৫ বছর ধরে দেশের ত্রাস!
ইতালির কুখ্যাত মাফিয়া রাফায়েল কুটোলোর বোন। ১৯৩৭ সালে জন্ম।
রোসেটা কুটোলোকে মাফিয়া সাম্রাজ্যের ‘সিস্টার অফ রাফায়েল’ নামেও ডাকা হতো।
জীবনের শুরুতে এই ধূসর চুলের নারী খুবই ধার্মিক ছিল।
মায়ের সঙ্গে একাকি ইতালির নেপলসের একটি গ্রামে বসবাস করত।
গোলাপের চাষ করত। কিন্তু পরবর্তীকালে হয়ে ওঠে ভয়ঙ্কর মাফিয়া।
১৫ বছরের বেশি সময় ধরে গোলাপ চাষের আড়ালে মাদক সাম্রাজ্যে নিভৃতে কাজ করে গেছে এই নারী।
রোসেটা একটি দুর্গ কিনেছিল। সেখানেই আড়ালে চলত চোরাচালান ব্যবসা।
১৯৯৩ সালে পুলিশের কাছে ধরা দেয় রোসেটা কুটোলো।
অপরাধ জগতের সম্রাজ্ঞী রোসেটা ইতালিজুড়ে ছিল এক আতঙ্কের নাম।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন