মহাকাশে গিয়েছিল লাইকা, কী হয়েছিল তার?
মস্কো শহরে ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুরটিকে ধরে এনে নাম দেওয়া হয় ‘লাইকা’।
১৯৫৭ সালের ৩ নভেম্বর মহাশূন্যে পাঠানো হয় লাইকাকে।
লাইকার সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ‘অ্যালবিনা’ ও ‘মুশকা’ নামের আরও দু’টি কুকুরকে।
তিনটি কুকুরকে স্পুটনিক-২-এর যাত্রার আগে কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল।
তাদের রাখা হয়েছিল অত্যন্ত ছোট খাঁচার ভিতরে। যাতে মহাকাশযানে থাকার অভ্যাস তৈরি হয়।
খেতে দেওয়া হত এক রকমের বিশেষ পুষ্টিকর জেল। যা ছিল মহাকাশযানে তাদের একমাত্র খাবার।
১৯৫৭-র ৩১ অক্টোবর মহাকাশযান স্পুটনিক-২-এ রাখা হয় লাইকা-কে।
৩ নভেম্বর পৃথিবী সাক্ষী থাকে স্পুটনিক-২-এর লঞ্চের। একই সঙ্গে শেষ বিদায় জানানো হয় লাইকা-কে।
মহাকাশযাত্রার আগে তার হৃদস্পন্দন ছিল ১০৩/মিনিট।
তবে নিরীহ লাইকা-র মৃত্যুর মূল কারণ ছিল আতঙ্ক।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন