+ + +
ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে?
+ + +
ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা বিশ্বের চতুর্থ বৃহত্তম।
+ + +
দূর-দূরান্তে যাওয়ার জন্য মানুষ বিমানের পাশাপাশি ট্রেনের ওপরেও নির্ভর করে।
+ + +
ট্রেনই সুলভে সাধারণ মানুষের একরাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার মূল মাধ্যম
+ + +
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনে কোন ধরণের ক্লাসের কত সংখ্যক বুকিং রয়েছে, তা মাথায় রেখেই বহিরত সংখ্যা নির্ধারিত হয়।
+ + +
সাধারণত বেশি দূরত্বে যাওয়া ট্রেনের বগি সংখ্যা অধিক সংখ্যায় থাকে।
+ + +
শেশনাগ ট্রেনঃ এই ট্রেনের দৈর্ঘ্য ২.৮ কিলোমিটার। এই ট্রেন টানতে আ৪টি ইঞ্জিনের প্রয়োজন হয়। তবে এটি মালবাহী ট্রেন।
+ + +
সুপার ভাসুকিঃ স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরে এই ট্রেন চালু হয়েছিল। এই ট্রেন রয়েছে ৬ ইঞ্জিনের ও ২৯৫টি বগি রয়েছে। ট্রেনের দীর্ঘ সাড়ে ৩ কিলোমিটার।
+ + +
*বিবেক এক্সপ্রেসঃ বিবেক এক্সপ্রেস ৮ রাজ্যের ওপর দিয়ে যায়। ২৩ বগির এই ট্রেন ৮২৩৪ কিলোমিটার পথ পেরোতে ৩ দিনের বেশি সময় লাগে।
+ + +
প্রয়াগরাজ এক্সপ্রেসঃ এই ট্রেনটি প্রায় ২৪টি কোচ নিয়ে চলে। এই বিখ্যাত ট্রেনটি দিল্লি এবং প্রয়াগরাজের মধ্যে চলে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন