একটি আস্ত ট্রেনের দাম কত জানেন?
চারচাকা বিভিন্ন সংস্থার গাড়ি বা বাইক, সাইকেল হোক বা যানবাহনের দাম কত, তা তো সবাই জানেন।
কিন্তু লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনের কত দাম হতে পারে জানেন?
বর্তমানে ভারতীয় রেলে দু-ধরনের কোচ ব্যবহার করা হয়। একটি আইসিএফ (ICF) কোচ। অন্যটি এলএইচবি (LHB)।
আইসিএফ (ICF) কচের দাম ৮০ লক্ষ টাকা। অন্যদিকে, এলএইচবি (LHB) কোচের দাম ৭২ লক্ষ।
এসি কোচগুলি তুলনায় একটু দামি। প্রায় দেড় কোটি টাকা দাম এসি কোচগুলির।
ট্রেনে দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। একটি বৈদ্যুতিক এবং অন্যটি ডিজেল চালিত ইঞ্জিন।
বৈদ্যুতিক ইঞ্জিন WAP-7, দাম ১২.৩৮ কোটি টাকা। ডিজেল চালিত ইঞ্জিন WAP-4D, ১৩ কোটি টাকা।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, নয়া প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস তৈরির খরচ প্রায় ১১৫ কোটি টাকা।