সেই কবে থেকে প্রথম স্থানটা দখল করে রেখেছিল চিন৷ এবার সেই চিনকেও জনসংখ্যার নিরিখে টপকে গেল ভারত৷ এখন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ভারত!
রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের জনসংখ্যা এখন ১৪২.৮৬ কোটি৷ চিনের ১৪২.৫৭ কোটি৷
১৯৬০ সালের পরে এই প্রথম গত বছরই জনসংখ্যা কমেছে চিনের৷
ভারতের এখন তরুণ প্রজন্মের প্রতিনিধির সংখ্যা বেশি৷ গত তিন দশকে ভারতের প্রজনন হার বেড়েছে এবং শিশুমৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমেছে৷
ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে৷ ১৮ শতাংশের বয়স ১০-১৯ বছর৷
ভারতের ২৬ শতাংশ মানুষের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে৷ ৬৮ শতাংশ মানুষের বয়স ১৫-৬৪-র মধ্যে৷ মাত্র ৭ শতাংশের বয়স ৬৫-এর উপরে৷
নানাবিধ কারণে গত কয়েক দশকে চিনে কমেছে তরুণ প্রজন্মের প্রতিনিধির সংখ্যা৷ ফলে গোটা জন পিরামিডটাই ভারসাম্যহীন হয়ে পড়েছে৷
যদিও, ভারতীয় সরকারের কাছে ভারতের বর্তমান জনসংখ্যা সংক্রান্ত সরকারিভাবে কোনও তথ্য নেই৷ কারণ, ভারতে শেষবার আদম সুমারি হয়েছিল ২০১১ সালে৷
গত ২ বছরে করোনায় চিনের বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে৷ সেটাও হঠাৎ জনসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন