সেরা ৫ সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা
বিশ্বের সেরা জায়গাগুলি বেছে নেওয়া সহজ নয়।
পাঁচটি স্থানের হদিশ রইল, যে জায়গাগুলি না দেখলে যেন জীবন বৃথা।
জেইরেঞ্জারফোর্ড, নরওয়ে: এখানকার সৌন্দর্য প্রত্যেক ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে।
মালদ্বীপ: এই দ্বীপে বিশ্বের নানাপ্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নীল সমুদ্রের জলে অসামান্য অভিজ্ঞতা হতে পারে আপনার।
লাও চাই প্রভিন্স, ভিয়েতনাম: এই জায়গাটি ছবির মত সাজানো। একবার দেখলেই চোখ জুড়িয়ে যায়।
সালার দে ইউনি, বলিভিয়া: সৌন্দর্যমণ্ডিত এই স্থানে আকাশ ও মাটি যেন এক সঙ্গে মিলেছে।
ইউসোমিতে ন্যাশনাল পার্ক, আমেরিকা: এই পার্কের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর।
সারা বছরই এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন