টিকিট কাটে সকলে, তবে ট্রেনে ওঠে না কেউ

ভারতেরই এমন একটি রেল স্টেশন রয়েছে, যেখানে সবাই প্রতিদিন টিকিট কাটে কিন্তু ট্রেনে ওঠে না। 

১৯৫৪ সালে রেলমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। 

জওহরলাল নেহেরু সেই সময়ে দয়ালপুরে একটি রেল স্টেশন নির্মাণ করতে বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের পরই ওই রেল স্টেশনটি তৈরি করাও হয়েছিল। 

উদ্বোধনের পর প্রায় ৫০ বছর চালুও ছিল। কিন্তু ২০০৬ সালে এই রেল স্টেশনটি হঠাৎই বন্ধ করে দেওয়া হয়।

এই স্টেশন থেকে নির্ধারিত কোনও লাভ পাওয়া যাচ্ছিল না। তাই, স্টেশনটি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। 

তা না হলে যে কোনো স্টেশন বন্ধ করে দিতে পারে রেল। সেই বিষয়টিই ঘটেছে দয়ালপুর স্টেশনের ক্ষেত্রেও। 

২০২২ সালের জানুয়ারিতে স্টেশনটি পুনরায় চালু করার ঘোষণা করে। তবে, সেখানে খুব বেশি ট্রেন থামে না। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন