এলাহি আয়োজন! বিমানে করে ভারতে ১২ চিতা

নামিবিয়ার পর এবার চিতা এল দক্ষিণ আফ্রিকা থেকে

মোট ১২ টি চিতা শনিবার এসে পৌঁছয় মধ্যপ্রদেশে

বায়ুসেনার বিমানে এক ডজন শ্বাপদ এসেছে গোয়ালিয়র বায়ুসেনা ঘাঁটিতে

তারপর তাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে

দক্ষিণ আফ্রিকা থেকে এসে পৌঁছনো চিতাগুলির মধ্যে ৭ টি পুরুষ এবং ৫ টি স্ত্রী চিতা

আগত চিতাদের জন্য মোট ১০ টি কোয়ারান্টাইন এনক্লোজার তৈরি করা হয়েছে

ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী, বিদেশ থেকে আসা এই প্রাণীদের ৩০ দিন থাকতে হবে আইসোলেশনে

ভারতে চিতার প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় ১৯৫২ সালে

আবার এই প্রজাতিকে সংরক্ষণের চেষ্টা চলছে, সেই উদ্দেশেই বিদেশ থেকে আনা হচ্ছে প্রাণীগুলিকে 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন