নাম বদলাতেই যে ৪ নায়িকার ভাগ্য বদলেছে!

বলিউডে তারকাদের নাম বদলানো নতুন বিষয় নয়

জনপ্রিয়তা পেতে বহু তারকাই তাঁদের নাম বদলে ফেলেছেন

যেমন অক্ষয় কুমারের প্রকৃত নাম রাজীব ভাটিয়া

তেমন বহু অভিনেত্রীও নিজের নাম বদলেছেন। তার পর সফলও হয়েছেন। দেখে নেওয়া যাক তাঁরা কারা।

'বাহুবলী' খ্যাত অনুষ্কা শেট্টির প্রকৃত নাম সুইটি শেট্টি

দক্ষিণের বিখ্যাত অভিনেত্রী নয়নতারার আসল নাম ডায়ানা মারিয়ান কুরিয়াম

'তেরে নাম' খ্যাত ভূমিকা চাওলার প্রকৃত নাম রচনা চাওলা

পুরো ইন্ডাস্ট্রি তাঁকে টাবু নামে চিনলেও অভিনেত্রীর আসল নাম তব্বসুম ফতিমা হাশমি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন