বিনোদ খান্নার (Vinod Khanna) সঙ্গে এক অন্তরঙ্গ দৃশ্যে নজর কেড়েছিলেন মাধুরী।
ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) কিস করেছিলেন বলিউডের কিং খান। আর অন স্ক্রিনে এটাই ছিল তাঁর প্রথম কিস।
রানি মুখোপাধ্যায় ও কমল হাসানের চুম্বন নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল ।
ববি সিনেমায় ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়ার চুম্বন সাড়া ফেলে দিয়েছিল
ইমরান-মল্লিকার মার্ডার সিনেমার সেই দৃশ্য আজও ভুলতে পারেননি দর্শক
রামলীলাতে রণবীর-দীপিকার চুম্বন দৃশ্য় ছিল সাড়া জাগানো
একটি রোম্যান্টিক দৃশ্যে এক মিনিটেরও বেশি সময় ধরে চুম্বন করতে দেখা যায় আমির খান (Aamir Khan) ও করিশমা কাপুরকে
কবীর সিং ছবিতে শাহিদ-কাপুর ও কিয়ারা আ়দবাণীর চুম্বন দৃশ্যও বেশ সাড়া ফেলেছিল
জিন্দেগি না মিলে দোবারা ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় হৃত্বিক-ক্য়াটরিনাকে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন