মায়ের সঙ্গে ছোট্ট মেয়ে। কখনও ঘোড়ায় চেপে, কখনও পড়াশোনায় মেতে…

নানা বয়স ফুটে উঠল ছবিতে। সেই খুদে আজ টলিউডের জনপ্রিয় নায়িকা। চিনতে পারছেন ছবিতে?

ছোটপর্দা দিয়ে শুরু যাত্রা। একে একে সিরিজ, ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

তবে আবারও মেগা সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। নায়িকার বিয়ে, দাম্পত্য, স্বামীকে নিয়ে কম চর্চা হয়নি।

২০২১ সালের ৪ ফেব্রুয়ারি টলিপাড়ার নায়ককে বিয়ে করেন তিনি। সে বিয়েতে জাঁকজমক ছিল দেখার মতো।

দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই গুজব রটে, বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নায়ক-নায়িকা।

তবে তার কিছুদিন পরেই তারকা দম্পতি জানান, এ সবই মিথ্যে। তাঁরা একে অপরের সঙ্গে ভাল আছেন।

রিল-ক্যুইন হিসেবেও পরিচিতি নায়িকার। তিনি তৃণা সাহা। বিয়ে করেছেন নীল ভট্টাচার্যকে।

মায়ের জন্মদিনে নিজের ছোটবেলার ছবি পোস্ট করে তাঁর ছোটবেলার মুহূর্তগুলি উপহার দিয়েছেন ভক্তদের।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন