পাতা দিয়ে বুক ঢেকে ঝড় তুললেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
ছবিতে পারদ চড়ালেও কটাক্ষের হাত থেকে রক্ষা পেলেন না। তুলনা হল বলি নায়িকা কিয়ারা আডবাণীর সঙ্গে।
২০২০ সালে তারকা চিত্রগ্রাহক ডাব্বু রত্নানির ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছিলেন কিয়ারা।
সেখানেই তাঁকে পাতা দিয়ে বুক ঢেকে ছবি পোস্ট করতে দেখা যায়। ছবিটি নিয়ে প্রবল চর্চা হয়েছিল সেই সময়ে।
তার পরের বছরও কিয়ারার একটি সাদা কালো ছবি তোলেন ডাব্বু। সমুদ্রসৈকতে শুয়ে নায়িকা।
শরীরে কোনও পোশাক দেখা যায়নি বলে কটাক্ষ। ‘টপলেস’ ফোটোশ্যুট করা হয়েছে মনে করে তুমুল নিন্দা হয়।
পরে সেই ছবি নিয়ে ডাব্বু জানিয়েছিলেন, কিয়ারার সেই শ্যুট মোটেও টপলেস ছিল না।
এছাড়া খোলামেলা ছবি দেখে কুৎসিত ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছেন ঋতাভরী।
তবে তাঁর এই ছবিগুলি যে টপলেস নয়, তা স্পষ্ট। পাতার আড়ালে দেখা যাচ্ছে, টিউব টপ পরে রয়েছেন ঋতাভরী।
তা সত্ত্বেও কটাক্ষকারীরা তাঁর শালীনতা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি। যদিও একইসঙ্গে ছবিটি প্রশংসা কুড়িয়েছে অসংখ্য।