কার জন্য আলাদা হয়েছিলেন নাগা-সামান্থা? 

দক্ষিণী সিনেমার অন্যতম সেরা জুটি ছিলেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু

তাদের বিচ্ছেদে মন ভেঙেছিল অসংখ্য ভক্তের

বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে কখনওই মুখ খোলেননি নাগা বা সামান্থা কেউই

তবে কানাঘুঁষো ছিল এক ব্যক্তিকে নিয়ে, যিনি সামান্থার খুবই ঘনিষ্ঠ

সেই ব্যক্তি হলেন প্রীতম জুকলকর, সামান্থার হেয়ার স্টাইলিস্ট তথা ঘনিষ্ঠ বন্ধু

গুঞ্জন ছিল এই বিশেষ বন্ধুর কারণেই আলাদা হয়ে গিয়েছেন সাউথ সিনেমার প্রিয় জুটি চে-স্যাম

রটনা এমন পর্যায়ে পৌঁছোয় যে নাগা চৈতন্যের ভক্তদের থেকে প্রাণনাশের হুমকি পর্যন্ত পান প্রীতম

তবে এমন কিছুই সত্যি নয়, জানালেন প্রীতম নিজেই

তিনি সামান্থাকে জিজি বলে ডাকেন, যার অর্থ বোন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন