বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক সারা

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে কথা বললেন সারা

জানালেন, বিচ্ছেদের কথা তুলে মা-বাবাকে অপরাধবোধে ভোগানোর চেষ্টা করতেন অভিনেত্রী

সারা দেখাতে চাইতেন যে, মা-বাবার সেই সিদ্ধান্তের জন্য ভুগছেন তিনি

সারা জানান, এখনও মজার ছলে এমনটা করে থাকেন তিনি

২০০৪ সালে ১৩ বছরের সম্পর্কে ইতি টানেন সইফ এবং অমৃতা

মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তাঁদের থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করতেন সারা

তবে শৈশব থেকেই সইফ-অমৃতার এ হেন সিদ্ধান্তের কারণ বুঝেছিলেন সারা

বিচ্ছেদের পর অমৃতার কাছে থেকেছেন সারা

সইফের সঙ্গেও তাঁর সহজ সমীকরণ

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন