‘করণ অর্জুন’-এর সেটে শাহরুখ খানকে গুলি করেছিলেন সলমন খান! ভয়ানক কাণ্ড বেঁধেছিল শ্যুটিংয়ের মাঝে।
সমস্ত তারকা ভয়ে কাঁপছিলেন সলমনকে দেখে। কী ঘটেছিল সুপারহিট ছবির সেটে? শুটিংয়ের সময় কয়েকটি খালি বন্দুক ছিল সেটে।
সলমনের স্মৃতিচারণা, ‘‘শাহরুখকে বলি, আমি তোমাকে নাচের জন্য ডাকব, তুমি রাজি হবে না। তারপর আমরা হাতাহাতি করব।’’
‘‘এখানে একটি খালি বন্দুক আছে, সেটা দিয়ে তোমাকে লক্ষ্য করে গুলি চালাব এবং তুমি পড়ে যাবে। কিন্তু শাহরুখ বলে, ওর ক্লান্ত লাগছে।’’
‘‘সেখানে আমার ভাই সোহেলও ছিল। আমি শাহরুখের হাত টেনে ধরলাম, সোহেল আর একটা হাত ধরল।’’
‘‘শাহরুখ আমাকে ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি। তারপরেই হাতাহাতি শুরু হয়। আমি বন্দুকটি বের করে তার দিকে গুলি চালাই।’’
‘‘শাহরুখ পড়ে যায়। সেখানে জাভেদ সাহেবের (আখতার) স্ত্রী হানি আন্টিও ছিলেন। তিনি বলে উঠলেন, ‘‘আমি ওকে ছোট থেকে চিনি, সে ধরনের ছেলেই নয়।’’
এক সাংবাদিক ছিলেন সেখানে, তিনি বলেন, ‘‘আমি মনেই হত এই ছেলেটা এরকমই’’ টাইম ভিডিওর মালিক সবাইকে পালিয়ে যেতে বলেন।
তার পর মস্করা থামিয়ে সলমন শাহরুখকে ডাকতে থাকেন, ‘‘শাহরুখ ওঠ।’’ কিন্তু শাহরুখ কিছুতেই সাড়া দিচ্ছিলেন না। এবারে সলমনের মনে ভয় হয়।
তিনি বন্দুক চেক করে দেখেন, গুলি ছিল কিনা। সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। হুট করে শাহরুখ নাক ডাকতে শুরু করেন।
সলমন রাগে মস্করা করে আরও ২-৩ বার গুলি করেন শাহরুখকে তাক করে। তখন সবাই হাসিতে ফেটে পড়েন।