রাণাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গাইতেন রাণু মণ্ডল।

রাণু মণ্ডলের ভাগ্যের তালা খুলে গেল হঠাৎ করেই। বলিউডের সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গাইলেন রাণু।

ইউটিউবাররা তাঁর বাড়িতে যাওয়ার দৌলতে তাঁর জীবনযাপন ভাইরাল হত ঠিকই কিন্তু তাঁকে গাইতে শোনা যেত না আর।  রাণু মণ্ডল এখন প্রচার থেকে অনেক দূরে।

নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। খাবার কোনওদিন জোটে, কোনওদিন জোটে না। আর্থিক, মানসিক পরিস্থিতি যেন আরও খারাপ।

তবে রবিবারে এল বহু প্রতীক্ষিত এক সুখবর। ঠিকই ধরেছেন। ফের গান গাইলেন রাণু মণ্ডল

আর সঙ্গী এবার হিরো আলম। গানের নাম, তুমি ছাড়া আমি কী করে বাঁচি বলো…

হিরো আলমের কয়েক মিলিয়ন ফেসবুক এবং ইউটিউব ফলোয়ার রয়েছে।

হিরো আলমকে নিয়ে বিতর্ক আর শেষ হয় না।

রাণু মণ্ডলও তাই। নানা সময়ে নানা কারণে তাঁরা আলোচনার কেন্দ্রে উঠে আসেন।

এবার সেই ভাইরাল জুটি একসঙ্গে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন