সৌরভকে নিয়ে নস্টালজিক রণবীর
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবি প্রমোশনে কলকাতা এসেছেন রণবীর কাপুর
সেই সূত্রেই ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ রণবীরের
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির একই প্রোডাকশন হাউস সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও তৈরি করছে, ইডেনে উপস্থিত হয়েছেন লাভ প্রোডাকশনের কর্ণধার
একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন সৌরভ ও রণবীরের দল
Dada's Jhooti eleven এবং Ranbir's Makkar eleven এই দুই দলের ক্রিকেট দেখতে উন্মাদনা ছিল যথেষ্ট
সৌরভের বলে ব্যাট করার স্বপ্নপূরণও হয় রণবীরের, একইসঙ্গে ইডেনে খেলতে পেরে ও দাদার সঙ্গ পেয়েও খুবই উচ্ছ্বসিত বলি-সুপার স্টার
রণবীর কাপুর জানান, রণবীরের চোখে সৌরভের প্রিয় মুহূর্ত লর্ডসে জামা ওড়ানো, সেইসময় তাঁর বয়স ছিল কুড়ি
এছাড়াও রণবীর কাপুর জানান, দাদার বায়োপিকে অভিনয়ের প্রস্তাব আসেনি, তিনি কিশোরকুমারের বায়োপিকে করছেন, খুব প্রাথমিক পর্যায়ে বিষয়টি রয়েছে সেই সিনেমার কাজ
সৌরভও বলেন রণবীরকে তাঁর বায়োপিকের জন্য প্রথম পছন্দ হলেও সে ওই বায়োপিকে কাজ করছেন না
এদিন ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রণবীর কাপুরের যুগলবন্দি দেখতে বড় মাত্রায় ফ্যানেরা ভিড় জমিয়েছিল
রণবীরের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবি হিট হওয়ার শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন