ইমরান খানের পাশে কে এই খুদে বাঙালি? জানেন?

পাক ক্রিকেটার তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে ‘নটিং হিল’খ্যাত হলিউড অভিনেতা হিউ গ্রান্ট৷ এই বঙ্গ তনয়ার সঙ্গে ছবি রয়েছে সকলেরই৷

এমনকি, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সঙ্গেও ছবি তুলেছেন এই অভিনেত্রী এবং তাঁর বোন৷

ইনি আর কেউ নন, রাইমা সেন৷ বোন রিয়া এবং তাঁর নিজের ছোটবেলার একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন রাইমা৷

ছবিতে প্রাক্তন পাক ক্রিকেটার ইমরান খানের সঙ্গে বসে রয়েছেন রাইমা এবং রিয়া৷ সঙ্গে রয়েছেন, তাঁদের মা মুনমুন সেনও৷ 

কয়েক দিন আগে দিদিমা সুচিত্রা সেনের একাধিক সাদা-কালো ছবিও শেয়ার করেছিলেন রাইমা৷

হিউ গ্রান্ট ‘লা নুই বেঙ্গলি’র উপরে নির্মিত সিনেমার শ্যুটিং-এ কলকাতায় এসেছিলেন, ছবিটি সেই সময়ে তোলা৷

মা মুনমুন সেনের সঙ্গেও ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন রাইমা সেন৷

বোন রিয়া সেনের সঙ্গে ব্ল্যাক টুইনিং করেছেন রাইমা সেন৷ দুই বোনের বেশ কিছু ছবি রয়েছে রাইমার ইনস্টাগ্রামে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন