কার মতো দেখতে প্রিয়াঙ্কার মেয়েকে? 

প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া

'জোনাস ব্রাদার্স'-এর (নিক জোনাস, কেভিন এবং জো) 'ওয়াক অফ ফেম' স্টার পাওয়ার অনুষ্ঠানে মেয়ে মালতীকে নিয়ে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা

গত বছর সারোগেসির মাধ্যমে মালতীকে এই পৃথিবীতে আনেন নিক-প্রিয়াঙ্কা

এই প্রথম বার নিক-প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমকে তাঁদের মেয়ের ছবি তোলার অনুমতি দিল

ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে খেলা করছে ছোট্ট মালতী, কদিন আগেই তার ১ বছর পূর্ণ হয়েছে

ওয়ার্ল্ড ডেবিউ-তে মালতীকে পরানো হয়েছিল বিজ ট্যুইড জ্যাকেট, সঙ্গে ম্যাচিং স্কার্ট, ছিল মিষ্টি একটা হেয়ার ব্যান্ডও

অনুষ্ঠানে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া-ও উপস্থিত ছিলেন

এর আগেও মেয়ে মালতীর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা

কিন্তু সব ছবিতেই মেয়ের মুখ ছিল ঢাকা