ফিফার পর এবার অস্কারের মঞ্চে দীপিকা!
ফিফায় ডাক পড়েছিল আগেই, এ বার আরও একবার বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করবেন দীপিকা পাড়ুকোন।
'পাঠান'-এর সাফল্যের রেশ না কাটতেই আরও এক নতুন পালক দীপিকার মুকুটে।
এ বার অস্কারের মঞ্চে দেখা যাবে অভিনেত্রী।
৯৫তম অস্কার ঘোষিত হবে ১২ মার্চ।
ভারতে সেই অনুষ্ঠান দেখা যাবে এক দিন পর অর্থাৎ ১৩ মার্চ।
সেরা পরিচালক, অভিনেতা থেকে কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে উঠবেন দীপিকা।
সেই অনুষ্ঠানে তাঁকে সঙ্গ দেবেন এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোস, স্যামুয়েল এল জ্যাকশন, ডোয়েন জনসনের মতো তারকারা।
হলিউডে এখনও পর্যন্ত একবারই কাজ করেছেন দীপিকা, তবে বিশ্বজুড়ে তাঁর উপস্থিতি উজ্জ্বল।
তবে এই প্রথম নয়, ভারতীয় হিসেবে গত বছরে অস্কার বিতরণের মঞ্চে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন