বিয়ের বাড়িতে এক ফ্রেমে উত্তম-সুচিত্রা! কোথায়?
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়ই পুরনো ছবি শেয়ার করেন অভিনেত্রী রাইমা সেন৷
দিদিমা সুচিত্রা সেন সামলাচ্ছেন দুই নাতনিকে, সেই ছবিও রয়েছে অ্যালবামে৷
মা মুনমুনের কোলে রাইমা৷ নিজেই শেয়ার করেছেন ছবি৷
একটি বিবাহ অনুষ্ঠানে সপরিবার উত্তম কুমার৷ রয়েছেন স্ত্রী গৌরী দেবী, পুত্র গৌতম ও তরুণ জায়া সুব্রতা চট্টোপাধ্যায়৷একই ফ্রেমে রয়েছেন সুচিত্রাও৷
ছবিটি উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের বৌভাতের অনুষ্ঠানে৷ সেদিন নববধূ ছিলেন সুমনা চট্টোপাধ্যায়৷
অনুষ্ঠান বাড়িতে পৌঁছেই নাকি সুচিত্রা বলেছিলেন, ‘কই আমার হিরো কোথায়?’
উত্তম-সুচিত্রা একে অপরকে দেখা মাত্রই আনন্দ আলিঙ্গন করেছিলেন পরস্পরকে৷
নববধূর হাতে উপহার তুলে দিয়ে সুচিত্রা বলেছিলেন, ‘শ্বশুরমশাইকে শক্ত করে ধরে রেখো৷’
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন