বাঙালি নন, বাংলা ভাষাতেও দখল কম, তাও বাংলা টেলিভিশন দাপিয়ে বেড়াচ্ছেন এই কয়েক জন তারকা।
যাঁদের বাংলা শুনলে বোঝা দায় যে তাঁরা বাঙালি নন। আপনার পছন্দের, জনপ্রিয় তারকাদের মধ্যেই রয়েছে তাঁদের নাম।
কেরলের বংশোদ্ভূত নায়িকা অ্যানমেরি টম ‘গ্রামের রানী বীণাপাণি’-তে অভিনয় করে জনপ্রিয় হন।
উত্তরপ্রদেশের ফয়জাবাদে জন্ম ক্রুশল আহুজার। পরিবার কলকাতায় চলে আসে কর্মসূত্রে। এখন তিনি বাংলার হিট নায়ক।
‘মিঠাই’ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য উদয়প্রতাপ সিং। প্রথম দিকে বাংলা বলতে বেগ পেতে হত তাঁকে।
অসমিয়া অভিনেতা ঋষি কৌশিক বাংলায় দাপিয়ে অভিনয় করেছেন বহু দশক ধরে। বহু বাংলা ছবিতেও কাজ করেছেন।
‘স্ত্রী’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন নেহা আমনদীপ। তিনি কিন্তু আসলে পঞ্জাবি পরিবারের মেয়ে।
মা রাজস্থানের। বাবা উত্তরপ্রদেশের। তাও নিজেকে বাঙালি বলতেই বেশি পছন্দ করেন কলকাতার নায়িকা শ্বেতা মিশ্র।
অন্য রাজ্যের মানুষ হয়েও বাংলায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন এই শিল্পীরা।
তাঁদের ভাষা শুনে বোঝা যায় না বলে অনেকেই জানেন না যে তাঁরা এই আসলে অবাঙালি।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন