SRK-র ভক্ত এই খুদে সেলেব, চেনেন

বাবার কোলে বসে থাকা এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন?

এই মিষ্টি মেয়েটি এখন টলিউডের চেনা মুখ। বড় পর্দা থেকে ধারাবাহিক, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।

প্রথম ধারাবাহিক থেকেই সকলের মন জয় করেছিলেন তিনি। এর পর 'খড়কুটো' আঁকড়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে যান তিনি।

এ বার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। ছবির ওই মিষ্টি মেয়েটি হলেন তৃণা সাহা।

'খোকাবাবু' ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে তাঁর হাতেখড়ি। আপাতত তৃণাকে দেখা যায় 'বালিঝড়' ধারাবাহিকে।

এ ছাড়াও ওটিটি-তেও চুটিয়ে কাজ করছেন তৃণা।

অঞ্জন দত্ত পরিচালিত 'মার্ডার বাই দ্য সি'-তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তৃণাকে।

অরিন্দম শীলের 'ইস্কাবনের বিবি'-তেও অভিনয় করবেন তৃণা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন