জনপ্রিয় হয়েও 'উধাও' রূপরেখা

রূপরেখা বন্দ্যোপাধ্যায়। 'ফেম গুরুকুল'-এর প্রথম সিজনের বিজেতা। কাজী তৌকিরের সঙ্গে এই বঙ্গতনয়ার মাথাতেও উঠেছিল সেরার শিরোপা।

বিচারক থেকে দর্শক, নিজের গায়কি সকলেরই মন জয় করেছিলেন তিনি।

২০০৫ সালে 'ফেম গুরুকুল'-এর হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। সেই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ সিংও।

অরিজিৎকে ছাপিয়েই চূড়ান্ত পর্বে পৌঁছেছিলেন রূপরেখা। বিজয়ী ঘোষিত হওয়ার পর কাজীর সঙ্গে একটি অ্যালবামও প্রকাশিত হয় তাঁর।

এর পরও আরও এক রিয়্যালিটি শোয়ে অংশ নেন তিনি।হিন্দির বাংলা, ভোজপুরি এবং গুজরাতিতেও গান গেয়েছেন। তবে রূপরেখার সেই গানগুলি শ্রোতাদের মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।

বলিউডেও খুব বেশি দূর এগতে পারেননি বঙ্গতনয়া। একাধিক পুরস্কার ঝুলিতে এলেও প্লেব্যাক গায়িকা হিসেবে অধরা থেকে যায় কাঙ্ক্ষিত সাফল্য।

গুঞ্জন রটেছিল, অরিজিতের সঙ্গে বিয়ে হয়েছিল রূপরেখার। পরে নাকি বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এই রটনা যে সম্পূর্ণ ভুয়ো, কয়েক বছর আগে ফেসবুক লাইভে এসে তা নিজেই জানিয়েছেন রূপরেখা।

রূপরেখা দাবি করেন, তিনি মোটেই অরিজিতের সঙ্গে কখনই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি৷ ২০১০ সাল থেকে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ৷ তাঁর স্বামীর সঙ্গে তাঁর অত্যন্ত সুখের বৈবাহিক জীবন৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন