News 18 বাংলা
দেব থেকে কোয়েলে, ভাইফোঁটায় কেমন মাতলেন টলি সেলেবরা? দেখুন ছবি
By Ankita Tripathi
ভাইফোঁটায় মেতেছেন টলি সেলেবরা। তারকাদের ভাইফোঁটার ছবি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়
মল্লিকবাড়িতে দুর্গাপুজোর মতোই বেশ ধুমধাম করে পালিত হল ভাইফোঁটা।
এই প্রথমবার খুদে বোনের হাত থেকে ভাইফোঁটা নিল কবীর।
ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে মা কোয়েলের ছবিকে আদরে ভরিয়ে দিচ্ছেন সকলে
ভাইফোঁটা নিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক
তারকা সুলভভাবে নয়, একেবারে মাদুরে বসে ভাইফোঁটা নিলেন অভিনেতা দেব
শ্রেয়া পাণ্ডেও ভাইফোঁটা দিলেন দেবকে
প্রতি বছরের মতো এ বছরও ডিজাইনার অভিষেক রায়কে ভাইফোঁটা দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত
ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’!
পড়তে ক্লিক করুন