সদা হাসি তাঁর মুখে। নরম স্বরে কথা। গান গাওয়ার সময়ে সকলের মন মাজিয়ে দেওয়া। অরিজিৎ সিংকে তো মানুষ এমন ভাবেই চিনেছেন।
শুধু তা-ই নয়, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তাঁর জন্মস্থানে মানব কল্যাণমূলক কাজ করে চলেছেন, তাতে আরওই তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে যায় মানুষের।
কিন্তু রক্ত মাংসের মানুষ, রাগ-অভিমান করা তো স্বাভাবিক প্রবৃত্তি। তেমনই এক সময়ে অরিজিতের একটি অচেনা দিক দেখেছিলেন তাঁর ভক্তরা।
২০১৮ সালে অরিজিতের একটি লাইভ কনসার্টের ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। কী দেখা যায় সেখানে? ‘নাদান পরিন্দে’ গানটি গাইছেন অরিজিৎ।
মাইকটি বারবার নড়ে যাওয়ায় গাইতে অসুবিধা হচ্ছিল তাঁর। আচমকা গান থামিয়ে চিৎকার করে বলে ওঠেন, ‘‘মাইকটা ঠিক করো কেউ!’’ সঙ্গে মুখ দিয়ে গালিগালাজও বেরিয়ে পড়ে।
চমকে ওঠেন শ্রোতারা। অরিজিৎকে যে রূপে দেখা যায়, তার থেকে সম্পূর্ণ উল্টো চেহারা!
এ কথা স্পষ্ট যে, তাঁর গান বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল প্রযুক্তিগত কারণে। মন খুলে গাইতে পারছিলেন না।
মাইক চালু হওয়ার পর আবার মন দিয়ে গাইতে শুরু করেন বাঙালি গায়ক। নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিন্দা করা হয়।