‘শোলে’র সব চরিত্রই সেরা। কিন্তু সব চরিত্রের জনপ্রিয়তাকে ছাপিয়ে যায় ‘গব্বরের’ ভূমিকায় আমজাদ খানের অভিনয়
ভিলেন হিসেবে বলিপাড়ায় পা রেখে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।
কিন্তু জানেন কি শোলের গব্বরের চরিত্রে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না আমজাদ।
বলিউডের অন্য দুই নামজাদা অভিনেতার কাছেই প্রথম গিয়েছিল এই চরিত্রের প্রস্তাব।
গব্বরের চরিত্রে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন বলিউডের সুপরিচিত ভিলেন ড্যানি
কতদিন ‘বাঁচবেন’ আপনি? নখেই লুকিয়ে বড় ‘ক্লু’! নিজেই দেখে বুঝতে পারবেন কীভাবে? জেনে নিন
ক্লাচ নাকি ব্রেক! গাড়ি, বাইক থামাতে কোনটা আগে চাপবেন? ছোট্ট ভুলে হতে পারে বড় বিপদ, এখনই জেনে নিন
ভারতের ১ টাকা পাকিস্তানে কত টাকা? এক লক্ষ টাকা নিয়ে পাকিস্তানে গেলে কত টাকা হবে জানেন? শুনলে চোখ ছানাবড়া হবে
ড্যানি নাকচ করে দেওয়ার পর এই অফার যায় বলিউডের আর এক দুঁদে ভিলেন রঞ্জিতের কাছে।
কিন্তু ড্যানি এবং রঞ্জিত ছিলেন একে অপরের বন্ধু। বন্ধু কোনও কারণে পারছেন না বলে সেই চরিত্রে তিনি করবেন, বন্ধুত্বের খাতিরে এমনটা করতে চাননি রঞ্জিত।
ফলে তিনিও না বলে দেন। শেষমেশ আমজাদ খানের ঝুলিতে যায় গব্বরের চরিত্র। তৈরি হয় ইতিহাস।