প্রেমিককে অপছন্দ মায়ের, ঘরছাড়া অহনা!
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্য-দীপার জীবনে ঝড় তুলে দিয়েছে মিশকা।
এখন সেই মিশকা ওরফে অভিনেত্রী অহনা দত্তের জীবনে প্রলয় ডেকে এনেছেন তাঁরই মা।
মেয়ের সঙ্গে দ্বন্দ্বের কথা নিজেই প্রকাশ্যে এনেছিলেন তিনি। ২০ বছরের অহনা আর মায়ের সঙ্গে থাকেন না।
মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বেশ কিছু মাস আগে।
নেটিজেনদের যাবতীয় কটাক্ষ সহ্য করতে হচ্ছে। মায়ের কাছে যেন ফিরে যান অহনা, সেই পরামর্শও দিয়েছেন অনেকে।
অহনা নিউজ18 বাংলাকে জানান, দীপঙ্করের প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই।
শুধু তা-ই নয়, ‘সংসার ভাঙা’র অভিযোগ তোলা হচ্ছে অহনার বিরুদ্ধে।
‘‘তাই ৬ মাস আগে বাড়ি ছাড়তে বাধ্য হই। মাকে নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করতে চাই না।’’
‘‘তবে মা এমনও পদক্ষেপ করেছিল, যাতে আমার বা দীপঙ্করের সিরিয়ালের কাজ চলে যায়।’’
বাবার সঙ্গে বহু দিন আগেই ছাড়াছাড়ি হয়েছে অহনার মায়ের। বাড়িতে মা, দাদু আর দিদা। কেউই তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি।
‘‘আমি কোনওদিনই চাইনি চর্চার কেন্দ্রে আসি। কিন্তু এত লোকের এত কথায় আমাকে মুখ খুলতে বাধ্য করা হচ্ছে।’’
‘‘আমি চাই মানুষ যেন আমার কাজের উপরই মন দেন। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত কাঁটাছেঁড়া না করা হয় যেন।’’