Title 1

 টোটা কি নাচ জানেন? তিনি কি সিঙ্গল? 

রকি অউর রানি কী প্রেম কাহানি-তে অভিনয় করেই হঠাৎ করে চর্চায় টোটা রায় চৌধুরী! 

তবে এই ছবি করার পর থেকেই শুরু হয়েছে নানা প্রশ্ন! টোটা কি সিঙ্গল? নাচ জানেন?

না, টোটা ২০০৫ সালে ভালবেসে বিয়ে করেন শর্মিলি রায় চৌধুরীকে।

তাঁদের ১৮ বছরের দাম্পত্য জীবন!

রয়েছে এক কন্যাও! নাম মৃগাক্ষী!

টোটা নাচ জানতেন! তবে এই ছবির জন্য আলাদা করে চার মাস কত্থক শেখেন!

শর্মিলি রায় চৌধুরী লাইমলাইটে আসতে খুব একটা পছন্দ করেন না!

তবে টোটা-শর্মিলির জুটি যেন ‘মেড ফর ইচ আদার!’

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন