চাঁদ না থাকলে গাওয়াই হত না বলিউডের এই গানগুলি!
ফানা ছবির ‘চান্দ সিফারিশ’- এই গান তো চাঁদকে ভালবেসেই লেখা!
‘চাঁন্দ ছুপা বাদল মে’, ‘হাম দিল দে চুকে সনম’-এর এই গান কে ভুলতে পারবে!
‘মেরা চাঁন্দ মুঝে, আয়া হে নজর’! ইয়ে হ্যায় মুম্বই মেরি জান-ছবির গান আজও মন ছুঁয়ে যায়
মহম্মদ রফির গলায় ‘চাঁন্দ মেরা দিল’ গানটি ‘হাম কিসিসে কম নেহি’ ছবিতে ব্যবহার করা হয়েছিল
কালা বাজার ছবির গান, “খোয়া খোয়া চাঁন্দ, খুলা আশমা’!
এ আর রহমানের, ‘চাঁন্দা রে, চাঁন্দা রে’ গান সব সময় সুপারহিট। কাজল ও প্রভু দেবাকে দেখা গিয়েছিল এই গানে
যখম ছবির ‘গলি মে আজ চাঁন্দ নিকলা’ অসাধারণ একটি গান
‘চওদভি কা চাঁন্দ’- রফির গলায় এই গান আজও ভোলার নয়
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন