জানেন কি, গাছের আঘাত লাগলে, গাছ কষ্টে থাকলে, ওরাও চিৎকার করে কাঁদে? সাহায্যের জন্য আকুতি জানায়? ঠিক আমাদের মতো!
সম্প্রতি তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক রেকর্ড করেছেন গাছেদের কান্নার সেই শব্দ৷
যে কোনও সুস্থ গাছ সাধারণত ঘণ্টায় ১ বার ‘ক্লিক’ বা ‘পপ’ জাতীয় শব্দ করে৷ তবে পুরোটাই আলট্রাসোনিক সাউন্ড৷
গাছে জল না দিলে, বা ডাল কেটে ফেলা হলে গাছটি ঘণ্টায় ৩০ থেকে ৫০ বার ‘ক্লিক’ বা ‘পপ’ জাতীয় শব্দ করে।
গবেষকদের মতে, এই ঘন ঘন ‘ক্লিক’ বা ‘পপ’ জাতীয় শব্দই আসলে গাছের কান্না৷
গবেষকেরা বলছেন, গাছের এই শব্দ মানুষের উঁচু স্বরে কথা বলার মতো৷ গাছের এই ধরনের শব্দের কম্পাঙ্ক থাকে ৪০ থেকে ৮০ kHz-এর মধ্যে
মানুষ এই আলট্রাসোনিক সাউন্ড শুনতে পায় না৷ শুনতে পায় অন্য গাছ, মথ বা ইঁদুররা
বিজ্ঞানীদের মতে, আসলে গাছেরা এই ধরনের শব্দ করে তার পারিপার্শ্বিক পরিবেশের স্বাস্থ্য রক্ষা করতে৷
পরিবেশের ভারসাম্য রক্ষা করতেই অন্য প্রাণি বা প্রতিবেশী উদ্ভিদদের এই বার্তা দিতে চায়, সতর্ক করতে চায় অসুস্থ, মৃতপ্রায় গাছ৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন