কোথায় হারিয়ে গেলেন কাজলের বোন

তাঁর মা তনুজা, বলিউডের নামী অভিনেত্রী। দিদি কাজলও এক সময়ে ইন্ডাস্ট্রিতে রাজত্ব চালিয়েছেন। কিন্তু তাঁদের পদাঙ্ক অনুসরণ করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি তানিশা।

'Sssshhh...' নামে একটি ছবি দিয়ে বলিউডে তানিশার হাতেখড়ি। কিন্তু প্রথমেই হোঁচট। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। এর পর আরও একটি ছবি করেন তানিশা। সেটিতেও বিশেষ নজর কাড়তে পারেননি তিনি।

কেরিয়ারের শুরুতেই যশরাজ ফিল্মসের মতো প্রথম সারির প্রযোজনা সংস্থায় কাজের সুযোগ। 'নীল এন্ড নিকি' ছবিতে দেখা যায় তাঁকে। বিপরীতে উদয় চোপড়া।

কিন্তু বড় বাজেটের সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। মা-দিদির মতো দর্শক-মনে ছাপ ফেলতে পারেননি অভিনেত্রী।

২০০৫ সালে প্রকাশ ঝা-এর 'সরকার'-এ কাজ করেছিলেন তিনি। তাঁকে ঘিরে ছবির গল্প আবর্তিত না হলেও নজর কেড়েছিল তানিশার অভিনয়।

এর পরেও বেশ কয়েকটি ছবি করেন কাজলের বোন। কিন্তু সেগুলি মুক্তি পেয়েই হারিয়ে যায়।

২০১৩ সালে 'বিগ বস'-এর সপ্ত সিজনে অংশগ্রহণ করেন তানিশা। সেখানে প্রথম রানার আপ হন তিনি।

সেই রিয়্যালিটি শোয়েই অভিনেতা আরমান কোহলির প্রেমে পড়েন তনুজা-তনয়া। কিন্তু  এক বছরের মধ্যে ভেঙে যায় আরমান-তানিশার প্রেম।

আপাতত পর্দা থেকে দূরে তানিশা। অভিনেত্রী হিসেবে সাফল্য না পেলেও নিজের মতো করে জীবন সাজিয়েছেন তিনি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন