টলিউডের সবথেকে ফিট সেলেবদের মধ্যে অন্যতম অভিনেতা টোটা রায়চৌধুরি।
নেটদুনিয়ায় হামেশাই শারীরিক কসরতের ঝলক শেয়ার করেন টোটা রায়চৌধুরি।
ছবির প্রয়োজনে শারীরিক কসরতে ঘাম ঝরাচ্ছেন সুদর্শন অভিনেতা।
জিমে টায়ার নিয়ে ব্যায়ামে মজেছেন পর্দার ‘ফেলুদা’।
যোগাসনের মাধ্যমেই নিজেকে ফিট ও তরতাজা রাখেন অভিনেতা।
নিজেকে ফিট রাখার ভালো উপায় স্কিপিং, মেনে চলেন টোটা।
বাঙালিদের সেরা খেলা ফুটবল, ছুটির দিনে খেলে ঘাম ঝরালেন খাঁটি বাঙালি নায়ক।
ইনডোর রোয়িংয়ের মাধ্যমে ঘাম ঝরাতে ব্যস্ত অভিনেতা।
ফিটনেসের জন্য স্পাইডারম্যানের স্টাইলে দড়ি ধরে ঝুলছেন নায়ক।
লকডাউনে বন্ধ জিম, সেই ছুতোয় অবশ্য শারীরিক কসরতের অভ্যেস ছাড়েননি টোটা।
প্রকৃতির জিমেই একেবারে বিনামূল্যে ঘাম ঝরিয়ে নিচ্ছেন টোটা।