টলিউড তারকাদের চুলের সাজে ফুলের বাহার
ঢাকাই শাড়ি, শাঁখা-পলা, সিঁদুর রাঙা সিঁথি ও চুলে জুঁইয়ের মালায় সনাতনী শুভশ্রী।
প্যাস্টেল পিঙ্ক এথনিক আউটফিটের সঙ্গে খোঁপার এক পাশে গোলাপের ছোঁয়ায় মিমি।
হালকা নীল-হলুদের মিশেলে লেগেছে সাদা ফুলের আভা, সুপার গর্জাস অবতারে নুসরত।
হলুদ-সোনালি শাড়ির সঙ্গে খোঁপায় সাদা গোলাপে অসাধারণ দেখাচ্ছে তনুশ্রীকে।
লাল পাড় সাদা শাড়ি ও খোঁপায় বেলফুলের মালায় একরাশ স্নিগ্ধতা ছড়িয়ে দিলেন পাওলি।
নীলে মিশেছে সাদার জাদু, রাজকীয় ভঙ্গিতে ধরা দিলেন কোয়েল।
প্রকৃতির কাছাকাছি থাকতে ভালবাসেন জয়া, তাই চুলের সাজে রয়েছে কাগজফুল।
সাদা চিকনকারি শাড়ির সঙ্গে খোঁপায় সাদা গোলাপে স্নিগ্ধতার প্রতিমূর্তি শ্রাবন্তী।
লম্বা বেণীতে জড়ানো কমলা-সাদা মালায় অসাধারণ ফ্যাশন সম্রাজ্ঞী স্বস্তিকা।
খোঁপা জুড়ে যেন লাল গোলাপের মেলা, ঋতুপর্ণার থেকে চোখ সরানো যায় না।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন