এথনিক লুকে মোহময়ী টলিউডের সুন্দরীরা
সুন্দর শাড়ি ও খোলা চুলে অভিনেত্রী ঋতুপর্ণার থেকে নজর ফেরানো যায় না।
উজ্জ্বল কমলা রঙের এই আউটফিটে অসাধারণ দেখাচ্ছে সুন্দরী মিমিকে।
গাঢ় গোলাপি শাড়ি ও কনট্রাস্ট স্লিভলেস ব্লাউজে ঝড় তুলেছেন মধুমিতা।
লাল-পাড় সাদা শাড়িতে পাওলির এই সাবেক সাজে রয়েছে স্নিগ্ধতার ছোঁয়া।
সাবেক শাড়ি ও খোলা চুলে জড়ানো ফুলের মালায় পরমা-সুন্দরী সোহিনী।
গাঢ় সবুজ সিক্যুইন শাড়ি, মানানসই ব্লাউজ ও কানের দুলে মোহময়ী নুসরত।
ঘিয়ে রঙা শাড়ি ও কনট্রাস্ট ব্লাউজে অপূর্ব দেখাচ্ছে সুন্দরী জয়া এহসানকে।
পিচ কালারের এই আউটফিটে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন ঋতাভরী।
আগুন রঙা এই এথনিক স্যুট সেটে যেন আগুন ঝরাচ্ছেন সুন্দরী শুভশ্রী!
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন