জন্মদিন পালন করতে ইতিমধ্যেই প্রেমিকা জেসমিনের সঙ্গে লন্ডন পাড়ি দিয়েছেন আলি।
আলি আর জেসমিনকে একসঙ্গে খুনসুটিতে ভীষণই মিষ্টি দেখায়।
প্রাণখোলা হাসিতে প্রাণোচ্ছল ভঙ্গিতে ধরা দিয়েছেন আলি-জেসমিন।
নীলে মিশে গিয়েছে লাল, বরফের দেশে শীত-পোশাকে হাস্যোজ্জ্বল তারকা জুটি।
একে-অপরকে মিঠে আদরে-চুম্বনে ভরিয়ে রাখেন এই দুই সেলেব।
সাগরতীরে অবসরযাপনকালে ফুরফুরে মেজাজে ফ্রেমবন্দি জেসমিন-আলি।
স্নিগ্ধ প্রকৃতির কোলে আলি-জেসমিনের খুনসুটি ভরা মুহূর্ত।
উজ্জ্বল হলুদ নিয়ন আলো মেখে দুষ্টু-মিষ্টি প্রেমের মাঝে ধরা দিলেন তারকা জুটি।
প্রেমিকের বাহুবন্ধনে ঘরোয়া মেজাজে কুল-ক্যাজুয়াল ভঙ্গিতে জেসমিন।
উৎসবের আনন্দের আলোয় আলোকিত এই সেলেব জুটির রসায়ন।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হ্যান্ডসাম আলিকে।