শাহরুখ খানের সম্পর্কে ৭টি অজানা তথ্য
কোটি কোটি মানুষের স্বপ্নে-জাগরণে তাঁরই নাম৷ তিনি শাহরুখ৷
তাঁর ৫৭তম জন্মদিনে জেনে নিন কিছু অজানা তথ্য
শাহরুখ খানের প্রথম নাম ছিল আবদুল রেহমান যা তাঁর দিদা রেখেছিলেন
শাহরুখ তাঁর স্ট্রাগলিং দিনগুলিতে দিল্লিতে একটি রেস্তরাঁ চালাতেন
দিল্লিতে মিউজিক কনসার্টে কাজ করে কিং খান প্রথম বেতন পেয়েছিলেন ৫০ টাকা
শাহরুখ খানকে মালয়েশিয়াতে ‘নাইটহুডের’ সমান মর্যাদা দেওয়া হয়েছে
তিনি ‘মন্নত’ কিনেছিলেন যাতে একটি ঘরে একা প্রার্থনা করতে পারেন
কিং খান সংখ্যাতত্ত্বে বিশ্বাসী তাই তাঁর ফোন ও গাড়ির নম্বরে পাঁচ বা আট সংখ্যাটি থাকে
এসআরকে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকেন, এমনকি তিনি আইসক্রিমও খান না
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন