লাল পাড় সাদা শাড়ি আর সিঁদুরের টিপে অনন্য রূপে ধরা দিয়েছেন সোহিনী।
হলুদ জারদৌসি শাড়ি আর ভারী গয়নায় রাজকীয় দেখাচ্ছে নায়িকাকে।
ম্যাজেন্টা সালোয়ার স্যুট আর হাত ভরা কাচের চুড়িতে ফুরফুরে বঙ্গতনয়া।
হলুদ কালো লেহেঙ্গা, মাথায় বাঁধা পাগড়ি আর উঁকি দেওয়া টিকলিতে অফবিট লুকে দুর্দান্ত লাগছে।
সাদা শিফনে গোটা-পাত্তি কাজ, ভেলভেটের মেরুন ব্লাউজে এলিগ্যান্ট ফড়িং-এর নায়িকা।
হলুদ, সবুজ ঘাগরা চোলি, রাজস্থানি মাঙ্গটিকায় একেবারে অন্য রকম লাগছে সোহিনীকে।
কালো কুর্তা ও ভারী রুপোর গয়নার সঙ্গে মানানসই কালো ফ্রেমের চশমায় অনবদ্য সোহিনী।
ম্যাজেন্টা কুর্তায় কলেজ পড়ুয়া লুকে ধরা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী।
বেনারসি শাড়ি আর খোঁপার ফুলে মোহময়ী নায়িকা।
ডাবু প্রিন্টের শাড়ির সঙ্গে মানানসই পোলকি গয়নায় মিষ্টি দেখাচ্ছে নায়িকাকে।