সাদা সিক্যুইন শাড়ি ও লম্বা বেণিতে ফুলের মালা, ঊর্বশী যেন স্বর্গের দেবী!
স্টাইল ও সৌন্দর্যে ভক্তদের ঘায়েল করেছেন বি-টাউনের সুন্দরী অভিনেত্রী।
ঘন নীল সিক্যুইনের অফ-শোল্ডার থাই-হাই স্লিট ড্রেসে আগুন ঝরাচ্ছেন নায়িকা।
বেগুনি রঙা সিক্যুইন শাড়িতে ধরা পড়েছে ঊর্বশীর শরীরী হিল্লোল।
শরীর জুড়ে লক্ষ লক্ষ তারার ঝলকানি, গোল্ডেন-গ্রিন মিডি ড্রেসে স্টাইলিশ ঊর্বশী।
সমুদ্রনীল থাই-হাই স্লিট এই ড্রেসে অভিনেত্রী যেন কোনও স্বপ্নরাজ্যের পরী!
এমব্রয়ডারি কাজের এই ফ্লেয়ার্ড গাউনে একেবারে যেন বার্বি ডল ঊর্বশী!
সিক্যুইনের এই গাউনে ঊর্বশী যেন কোনও শিল্পীর হাতে গড়া নিখুঁত মূর্তি!
অ্যানিম্যাল প্রিন্ট থাই-হাই স্লিট ড্রেসে ধরা পড়েছে ঊর্বশীর বন্য সৌন্দর্য।
গোল্ডেন পাড় সাদা সিল্কের শাড়িতে স্নিগ্ধ সাজে রেড কার্পেটে মোহময়ী ঊর্বশী।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সুন্দরী ঊর্বশী রাউতেলাকে।