মিরাকেল গার্ডেনে ফুলের সাজে মিষ্টি ঋতাভরীকে দারুণ লাগছে।
লং ফ্লোরাল স্কার্ট ও টিয়ারায় বাঙালিনীকে রূপকথার দেশের মানুষ মনে হচ্ছে।
সাদা স্কার্ট ও কালো টপে সিনডারেলার মতো জুতো হারাতে চান না নায়িকা– লিখলেন নিজেই।
দুবাইয়ের ইয়ট ভ্রমণের নানা ছবি শেয়ার করেছেন নায়িকা।
কাফেতে একান্ত মুহূর্তে ক্যান্ডির মতোই মিষ্টি ঋতাভরী।
বুর্জ খলিফার সামনে পড়ন্ত বিকেলে নিজের মতো করে সময় কাটাচ্ছেন নায়িকা।
মিরাকেল গার্ডেনের ফুলের সঙ্গে যেন মিলে মিশে গিয়েছেন সুন্দরী।
ফুল বাগানের মনোরম দৃশ্যও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করেছেন নায়িকা, বোঝাই যাচ্ছে তাঁর ছবি দেখে।