ফ্যাশনে বরাবরই সাহসী রিহানা, তার প্রমাণ মিলল তাঁর মেটারনিটি আউটফিটে।
রিপড জিনস ও লঙ পাফার জ্যাকেটের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে রিহানার বেবি বাম্প।
মনের মানুষের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ফ্রেমবন্দি পপ তারকা রিহানা।
কালো লেগিংস ও স্ট্র্যাপি টপে স্টাইলিশ ভাবে বেবি বাম্প ফ্লন্ট করলেন গায়িকা।
অল ব্ল্যাক আউটফিটের সঙ্গে রিহানা বেছেছেন কালো অ্যাকসেসরিও।
গাড়িতে হেলান দিয়ে অল ব্ল্যাক লুকে ঝড় তুললেন অন্তঃসত্ত্বা গায়িকা।
লো-রাইজ জিনসের সঙ্গে প্যাচওয়ার্ক অ্যানিম্যাল প্রিন্ট ওভারকোটে ধরা দিয়েছেন রিহানা।
ট্যান রঙা ক্রপ টপের ফাঁক দিয়ে উন্মুক্ত ফ্যাশনিস্তা তারকার বেবি বাম্প।
এই স্টাইলিশ আউটফিটের সঙ্গে স্ট্র্যাপি জুতো, হ্যান্ডব্যাগ ও টুপিতে নজর কেড়েছেন রিহানা।
ওভারসাইজড টি-শার্টের মধ্যে দিয়ে উন্মুক্ত বেবি বাম্প, এ ভাবেই ফ্রেমবন্দি স্টাইলিশ তারকা।