রবিবারের ছুটিটা ছেলেমেয়েদের সঙ্গেই কাটিয়ে দিলেন নেহা-অঙ্গদ।
পার্কে পুরো পরিবারের সঙ্গে একগুচ্ছ ক্যানডিড ছবিতে ধরা পড়লেন দম্পতি।
পুলের জলে ছোট্ট ছেলেকে কোলে নিয়ে নেহা, তাঁকে ঘিরে রয়েছেন অঙ্গদ আর তাঁদের মেয়ে মেহর।
ছেলে-মেয়েকে কোলে নিয়েই আবেগে ভেসে গেলেন নেহা-অঙ্গদ।
নিতান্তই অবসর সময়, তাই ম্যাচিং পাজামা সেটে সেজেছেন পরিবারের সকলে।
স্বামী সন্তানের পাশে নিজের মা-বাবাকে নিয়েও ছবি তুলেছেন নেহা।
হ্যালোউইনের সাজে মেয়েকে সাজিয়ে দম্পতি, ছেলের মুখ অবশ্য কায়দা করে ঢাকা।
নেহার দ্বিতীয় গর্ভাবস্থায় মেয়ের সঙ্গে সাদা-কালো রং মিলন্তিতে মেতেছেন দম্পতি।
ছোট্ট ছেলে গারিকের সঙ্গে পুলের জলে খেলায় মেতেছেন নেহা।
দুই ছেলে মেয়েকে জড়িয়ে রয়েছেন নেহা।