খুল্লমখুল্লা পোশাক পরে ট্রোলড মনামী!

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।

সেখানে উপস্থিত ছিলেন টলি তারকারা, বাদ যাননি মনামী ঘোষও

সেই সন্ধ্যায় বিশেষ ভাবে নজর কাড়ল তাঁর সাজপোশাক

ফিল্মফেয়ারে চেনা ছকের বাইরে ধরা দিয়েছিলেন মনামী। খানিক অন্য ভাবে সেজে উঠেছেন অভিনেত্রী

মনামীর পরনে ছিল মেটালিক করসেট টপ, কাচের সিক্যুইন বসানো লম্বা ঝুলের স্কার্ট

ঢেউ খেলানো চুল আর হালকা মেকআপে তাক লাগিয়েছেন তিনি

এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। মনামী সেই ছবি ফেসবুকে পোস্ট করতেই তাল কাটল

অভিনেত্রীর এই সাজ দেখে অনেকেই উরফি জাভেদের সঙ্গে তাঁর তুলনা করেন

ট্রোল-কটাক্ষ নিয়ে যদিও কখনওই ভাবিত নন মনামী।

নিজের কাজকেই সব সময় গুরুত্ব দিয়েছেন তিনি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন