শাড়ি-সাজে পরম সুন্দরী মনামি
ঘন নীল শাড়ির মায়া লেগেছে মনামির রূপে, চোখ সরানোই যায় না তাঁর থেকে।
প্রিন্টেড সাদা শাড়ি ও ভারি ঝুমকোয় মোহময়ী রূপে ধরা দিয়েছেন নায়িকা।
হলুদ ফুলে ভরা সর্ষে ক্ষেতে হলুদ শাড়িতে যেন মাটির কন্যা অভিনেত্রী।
দক্ষিণী শাড়ি ও স্লিভলেস ব্লাউজে সুপার কুল স্টাইলিশ নায়িকা।
টিয়া সবুজ ও উজ্জ্বল কমলার মিশেলে মিষ্টি হাসি ছড়িয়ে দিলেন মনামি।
অফ-হোয়াইট কাঁথা স্টিচের শাড়িতে দীঘির ধারে যেন জলপরী মনামি।
লাল-পাড় হলুদ শাড়ি ও খোঁপায় জুঁইয়ের মালায় সাবেক সাজে মোহময়ী নায়িকা।
সমুদ্র-নীল সিক্যুইন শাড়িতে আলো ঝলমলে সাজে চিরকিশোরী অভিনেত্রী।
উজ্জ্বল হলুদ শাড়িতে যেন রোদের ছোঁয়া দিয়ে গেলেন মিষ্টি মনামি।
লাল আটপৌরে করে পরা বেনারসি শাড়িতে সাবেকিয়ানার ছোঁয়া, অনবদ্য নায়িকা।
প্যাস্টেল পিঙ্ক শাড়িতে সুপার স্টাইলিশ অবতারে ধরা দিলেন মনামি।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন