জন্মদিনে স্ট্র্যাপলেস ফ্লেয়ার্ড রেড গাউনে মনামি যেন রূপকথার রাজকন্যে!
চুড়ো করে বাঁধা চুল এবং হিরের গয়নার ঝলকানিতে অনবদ্য নায়িকা।
জন্মদিনের থিমে রেড ভেলভেট কেক হাতে মিষ্টি হাসিতে বার্থ-ডে গার্ল।
লালে রঙিন হয়েছে নেটদুনিয়া, মনামিকে একেবারের পরীর মতো দেখাচ্ছে।
লাল এমবেলিশড জমকালো লেহেঙ্গায় অনন্য সুন্দরী মনামি।
রেড শর্ট লেদার আউটফিটে নেটদুনিয়ার পারদ চড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
শীতের দুপুরের কমলালেবু-রোদ্দুর মেখে রোমশ আউটফিটে কিউট মনামি।
লাল পাটোলা শাড়ির সঙ্গে রুপোর গয়নায় গুজরাতি সাজে ধরা দিয়েছেন নায়িকা।
লাল টি-শার্ট ও সাদা ডেনিমে লাদাখের রুক্ষ পাহাড়ি পথে নেমে পড়েছেন মনামি।
লাল শাড়িতে অষ্টমীর সাজে স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।
লাল আনারকলি স্যুট, খোঁপায় ফুলের মালায় মনামি– চোখ ফেরানো যাচ্ছে না।