সবুজ সিক্যুইনের মিনি বডিকোন ড্রেসে ঝলমলে সুন্দরী মিমি।
সবুজ সোয়েটশার্ট ও ডেনিম প্যান্টে উষ্ণতা ছড়িয়ে দিলেন অভিনেত্রী।
ভ্রমণ সাজেও ঘন সবুজের ছোঁয়া, পথের সঙ্গীর সঙ্গে আদুরে আলাপে মত্ত মিমি।
লাইম গ্রিন সালোয়ার স্যুটে সোনা রোদের ছোঁয়া লেগেছে মিমির মিষ্টি হাসিতে।
সামার কুল মিনি স্কার্টের সঙ্গে মানানসই টপে হালকা সবুজের পরশ, স্পোর্টি লুক মিমির।
সবুজ আউটফিটে সকালের হালকা রোদ মেখে উজ্জ্বল প্রাণবন্ত ভঙ্গিতে নায়িকা।
আউটফিট জুড়ে সবুজের ছোঁয়া, মোহময়ী রূপে ধরা দিলেন মিমি।
মস গ্রিন পেপলাম আউটফিট ও চুড়ো করে বাঁধা খোঁপায় সুপার স্টাইলিশ অভিনেত্রী।
হালকা সবুজ জমকালো লেহেঙ্গায় ভীষণই গর্জাস দেখাচ্ছে মিমিকে।
হালকা সবুজ আউটফিটে সোনালি রোদ মেখে স্নিগ্ধ ও উজ্জ্বল অভিনেত্রী।