মোহিনী মিমি ধ্রুপদী সাজের আবেদনে
কাঁধ ছুঁয়েছে সোনার সাজ, মিমি মন ছুঁয়েছেন ভক্তদের।
ঝুমকো, জরিপাড় আর নটরাজের ট্যাটু- সাজবন্দী একাল, সেকাল।
মায়ের কলেজের শাড়িতে আটপৌরে সাজে নায়িকা।
ঝাড়বাতি আর মুক্তোর হারে মুঘল সন্ধ্যার আমেজ মিমির সাজে।
হালকা মেকআপ আর ফুলস্লিভে ভিন্টেজ লুকে বঙ্গললনা।
চিকনকারি মিমির লুকে এনেছে সফেদ স্নিগ্ধতা।
সোনালি সাঁঝের সোনার সাজ- মিমির হাসিও সোনা ঝরায়।
পার্পল লেহেঙ্গা আর স্বর্ণালঙ্কারে মোহময়ী এই নায়িকা।
স্বচ্ছ ওড়না আর এমব্রয়ডারিতে মিমি যেন একমুঠো রোদ।
পদ্মহস্তা, সালঙ্কারা- নায়িকার রূপে মিশেছে দেবীর মঙ্গলমূর্তি।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন