কাজল-অজয়ের আলোয় ভরা মিষ্টি দাম্পত্য
সম্প্রতি তেইশ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন কাজল-অজয়।
বিবাহবার্ষিকীতে মনের মানুষের সঙ্গে একটা সুন্দর ছবি পোস্ট করেছেন কাজল।
কালো ড্রেসে কাজল ও ঘন নীল প্যান্ট স্যুটে অজয়– বি-টাউনের স্টাইলিশ দম্পতি।
সাদা-সবুজের মিশেলে আলোর উৎসবের সাজে ঝলমলে অজয়-কাজল।
মনের মানুষের সঙ্গে চিরাচরিত মিষ্টি প্রাণখোলা হাসিতে ফ্রেমবন্দি নায়িকা।
কালার কো-অর্ডিনেশনে ভারী সুন্দর দেখাচ্ছে স্টাইলিশ তারকা জুটিকে।
আলো ঝলমলে দিনে সোনাগলা রোদ্দুর মেখে ক্যামেরায় ধরা দিচ্ছেন যুগল।
ছবির দৃশ্যেও স্বামী-স্ত্রীর ভূমিকায় তাক লাগিয়ে দিয়েছেন কাজল-অজয়।
দুই সন্তানের মা-বাবা কাজল-অজয় ধরা দিয়েছেন পারিবারিক ফ্রেমেও।
পেয়ার তো হোনা হি থা– ভালো-মন্দ মিশিয়ে দাম্পত্যের ২৩ বছর কেটে গেল।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন