বি-টাউনের স্টাইলিশ ভাই-বোন হুমা-সাকিব
বলিউডের সুপারকুল স্টাইলিশ ভাই-বোনের জুটি হুমা কুরেশি ও সাকিব সালিম।
লাল প্রিন্টেড আউটফিটে হুমা এবং প্রিন্টেড শার্ট ও ডেনিমে সাকিব– কুল ভঙ্গিতে দুই ভাই-বোন।
ফর্মাল আউটফিটেও সুপার গর্জাস অবতারে ফ্রেমবন্দী হুমা-সাকিব।
ঘন নীলের কো-অর্ডিনেশন আউটফিটে অনবদ্য দেখাচ্ছে হুমা এবং তাঁর ভাই সাকিবকে।
গাড়ির ভিতর সেলফিতে বন্দী হয়েছে এই তারকা ভাই-বোনের জুটি।
দিদি এবং ভাইয়ের দারুণ বন্ডিং, সাকিবের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরা দিলেন হুমা।
অভিনেতা ভাই সাকিবের সঙ্গে মিষ্টি আদুরে মুহূর্তে ফ্রেমবন্দী অভিনেত্রী হুমা।
ক্যান্ডিড ভঙ্গিতে যেন আলো-মাখা মুহূর্তে ক্যামেরায় ধরা দিলেন হুমা-সাকিব।
সবুজ উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত দুই ভাই-বোন– হুমা এবং সাকিব।
মা-বাবার সঙ্গে উজ্জ্বল পারিবারিক মুহূর্তে ফ্রেমবন্দী হুমা কুরেশি ও সাকিব সালিম।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন