ফুলের বৃষ্টি, রঙ ও আনন্দে মুখর হয়ে উঠল ফারহান ও শিবানীর মেহেন্দির আসর।
রঙবেরঙের সুতোর ভারী কাজের পালাজোয় বোহো লুকে আনন্দে উজ্জ্বল কনে।
রঙ আর ফুলের সাজে উজ্জ্বল শিবানীর থেকে নজর ফেরানোই যায় না।
দুই শাশুড়ি হানি ইরানি ও শাবানা আজমির সঙ্গে প্রাণখোলা হাসিতে মত্ত শিবানী।
ফারহানের হাতের মেহেন্দিতে দু’জনের নামের আদ্যক্ষর লিখলেন শিবানী।
ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে আনন্দে মাতোয়ারা নববধূ শিবানী।
মেহেন্দির আনন্দের মাঝেই সুস্বাদু খানায় পেটপুজো করে নিলেন ফিট কনে।
বিয়ের আগের দিন মেহেন্দির আসরে খোশমেজাজেই ধরা দিলেন ফারহান-শিবানী।
শাশুড়ি শাবানা আজমির সঙ্গে আনন্দ-নৃত্যে বউমা শিবানী।
নিজের বোহো স্টাইল মেহেন্দির আসর নেচে জমিয়ে দিলেন খোদ কনে।
শিবানীকে স্নেহচুম্বনে ভরিয়ে আদুরে ছবিতে ধরা দিল তারকা জুটি।